নিজস্ব সংবাদদাতাঃ ভোটের পর ব্যালট বাক্স ‘পাহারা’ দিতে গিয়ে পথ দুর্ঘটনা। মৃত্যু হল নির্দল প্রার্থীর দুই অনুগামীর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকরে। মৃত দুই ব্যক্তির নাম সবুর শেখ ও রহমত শেখ। শনিবার ভোটের শেষে ব্যালট বাক্স নিয়ে যখন ভোটকর্মীরা ডিসিআরসিতে ফিরছিলেন, সেই সময় ব্য়ালট বাক্স পাহারা দেওয়ার জন্য পিছন পিছন যাচ্ছিলেন নির্দল প্রার্থীর ওই দুই অনুগামী। সেই সময়েই পথ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। পাইকর থানার অন্তর্গত কাশিমনগর গ্রামের কাছে পিছন থেকে একটি গাড়ি এসে তাঁদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সবুর ও রহমতের।