নিজস্ব সংবাদদাতাঃ উচ্চ মাধ্যমিক (HS) পরীক্ষায় অলচিকি হরফে সাঁওতালি ভাষায় রাজ্যের মধ্যে যুগ্ম প্রথম হয়েছে ঝাড়গ্রাম (Jhargram) রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির একলব্য মডেল স্কুলের দুই ছাত্রী। তাদের প্রাপ্ত নম্বর ৪৭২ । ওই দুই ছাত্রী হলেন সরস্বতী বাস্কে ও মৌসুমী টুডু। সরস্বতী বাস্কের বাড়ি ঝাড়গ্রাম জেলার বিনপুর থানা এলাকায় এবং মৌসুমী টুডুর বাড়ি বাঁকুড়া জেলার বারিকুল থানা এলাকায়। সাঁওতালি ভাষায় রাজ্যের মধ্যে দুই ছাত্রী যুগ্ম প্রথম হওয়ায় ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির একলব্য মডেল স্কুলের ছাত্রছাত্রীরা আনন্দে মেতে উঠেছেন।