নিজস্ব সংবাদদাতা : বাইক নিয়ে রোড পারাপার করতে গিয়ে পথ দুর্ঘটনায় আহত হলেন এক ব্যক্তি। তাকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করল ভিলেজ পুলিশ ও স্থানীয় মানুষ। জানা যায় আজ বুধবার এমন ঘটনা ঘটেছে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের সোনামুই বাস স্টপ এলাকার ৫০ ফুট দূরত্বে, সকাল ১০:১৫ নাগাদ। এই ঘটনায় এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায়, ''রোডের অপর প্রান্তে এক বাইক চালক, বাইক নিয়ে রোড পারাপার করছিলেন। সেই সময় ঘাটালগামী একটি বাইক সজোরে এসে তাকে ধাক্কা মারে, এবং ধাক্কা মারার সাথে সাথে পারাপারকারী বাইক চালক গুরুতরভাবে জখম হন।
/anm-bengali/media/media_files/2025/03/05/qqRk2Ww5oQiKLdQBE6Uy.jpeg)
সেইসময়ে কর্মরত অবস্থায় ছিলেন এক ভিলেজ পুলিশ তিনিই প্রথমে ছুটে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করেন, এরপর রানিং অবস্থায় থাকা দাসপুর পুলিশের গাড়িতে তুলে গৌরার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য পাঠান।পরবর্তীতে জানা যায় আহত ওই ব্যক্তি একজন কাঠ ব্যবসায়ী, তার নাম তাপস ঘোড়াই। সোনামুই এলাকায় একটি খাবারের দোকানে টিফিন খেয়ে বাইক নিয়ে রোড পারাপার করছিলেন তিনি। সেই সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। জানা যায় ওই দুর্ঘটনায় আহত ব্যক্তির ডান পা ভেঙে যায়। তবে আরেক বাইকের চালক ও পেছনে বসে থাকা মহিলা তাঁরা সামান্য চোট পায়। একইসঙ্গে কয়েক মিনিটের ব্যবধানে আবার একটি পথ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা পেছন থেকে আরেক ছোট বাহনের ধাক্কা, তবে তাতে ক্ষয়ক্ষতি না হলেও রাস্তা কিছুটা স্তব্দ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আছে দাসপুর থানা পুলিশ ও ভিলেজ পুলিশ। তারা যান চলাচল স্বাভাবিক করে ও তার সঙ্গে উদ্ধার করে দুর্ঘটনাগ্রস্ত ওই ছোট বাহনটিকে।