নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: পুলিশের ভ্যান থেকে দুই পুলিশকর্মীর উপর হামলা ঘটনায় আহত দুই পুলিশ কর্মী বর্তমানে মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিংহোম চিকিৎসাধীন। সেই আহত দুই পুলিশ কর্মীর স্বাস্থ্যের খবর নিতে বৃহস্পতিবার সকালে হাজির হলেন রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার, এডিজি লয়ান অর্ডার জাভেদ সামিম, ও আই জি উত্তরবঙ্গ রাজিব রাজেশ কুমার যাদব। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আদালতে থেকে হাজির করানো হয়েছিল মহিলা সহ তিন আসামিকে।
আদালতের শুনানির পর তাদের আবার রায়গঞ্জ জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। যখন আসামি ও পুলিশ কর্মীদের নিয়ে পুলিশের গাড়ি যখন গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার কাছে পৌঁছায়, তখন আচমকাই কর্তব্যরত দুই পুলিশ কর্মির উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় সাজ্জাক আলম নামে এক আসামি। ঘটনায় নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য গুলিতে আহত হয়। পরবর্তীতে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে প্রথমে ইসলামপুর জেলা হাসপাতাল এবং সেখান থেকে দ্রুত তাঁদের নিয়ে শিলিগুড়ি একটি বেসরকারী হাসপাতালে নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার তাদের স্বাস্থ্যের খবর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আইজি নর্থ বেঙ্গল রাজেশ কুমার যাদব। তিনি জানান আসামী সাজ্জাক আলমকে আদালত চত্বরে অস্ত্র দিয়েছিল আবদুল হুসেন নামে এক ব্যাক্তি।তবে পুলিশের ঘেরাটোপে কি ভাবে তাকে অস্ত্র দেওয়া হল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি জানান,যে অস্ত্র দিয়ে তাদের দুই পুলিশকর্মীর উপর হামলা চালানো হয়েছে তা কোন পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র নয়। তিনি বলেন 7.6 বোরের যেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে তা নন রেস্ট্রিক্টেড বোর পুলিশ যে সমস্ত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সেগুলো সমস্ত রেস্ট্রিক্টেড। কি করে আসামীর কাছে আগ্নেয়াস্ত্র পৌচলো সেই নিয়ে তদন্ত করা হচ্ছে। আসামের খোঁজে ইতিমধ্যেই সমস্ত দিকে নজরদারি বাড়ানো হয়েছে এছাড়াও গোটা বিষয়ে টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।