নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর-কাণ্ডের মধ্যে জানা গিয়ছে, মালদহ মেডিকেলে মোটা টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে রক্ত। মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রোগী ও রোগীর আত্মীয়দের কাছে টাকার বিনিময়ে রক্ত বেচে গ্রেফতার দুই।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মহম্মদ আলিম শেখ, তাঁর বাড়ি ইংরেজ বাজার থানার বটতলী এলাকায়। অন্যজন খুদু দাস, তাঁর বাড়ি পুরাতন মালদার সাহাপুরের ছাতিয়ান মোড় এলাকায়। পুলিশের কাছে খবর ছিল মালদা মেডিকেলে সক্রিয় হয়েছে রক্ত বিক্রির চক্র। আর সেকারণেই পুলিশ ওঁত পেতে ছিল। এরপর গোপন সূত্রে খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে রক্ত বিক্রি করার সময় হাতেনাতে তাঁদের গ্রেফতার করে পুলিশ।