সোনার বিস্কুট! বড় সাফল্য বিএসএফের

সীমান্ত এলাকায় চোরাকারবারিরা যেমন সক্রিয় তেমনই সদা জাগরূক ভারতীয় সীমারক্ষী বাহিনীও।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ম,ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ পাচারের আগে লক্ষ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। নদিয়া জেলার চাপড়া ব্লকের মহৎপুরে ৬২.৮০ লক্ষ টাকা মূল্যের ৯টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়। অভিযোগ, দু’জনই চোরাকারবারি। দক্ষিণবঙ্গ সীমান্তের ৮৪ ব্যাটালিয়নের জওয়ানরা সোমবার বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার ওজন ১০৪৯.৩৯ গ্রাম। 

ধৃতদের নাম শাহজাহান মণ্ডল, আশিফুর আহমেদ মণ্ডল। একজন নজিপুরে থাকেন, অন্যজনের বাড়ি প্রতাপনগরে। উদ্ধার হওয়া সোনা তেহট্টে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।