নিজস্ব সংবাদদাতা: এবার জঙ্গিপুর ও কসবার ঘটনাকে সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া আক্রমণ শানালেন তরুণজ্যোতি তিওয়ারি।
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
তিনি ট্যুইট করে বলেছেন, "জঙ্গিপুরে পুলিশ পিসিমণির ভোটব্যাঙ্ক দেখে এবং নিজেদের গাড়ি জ্বলতে দেখে লুকিয়ে গেল দোকানের ভিতরে।। কসবায় পুলিশ নিরস্ত্র শিক্ষকদের লাঠিপেটা করল, পেটে লাথি মারলো।। দুটো চিত্র বুঝিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় কাদের মুখ্যমন্ত্রী।।" তরুণজ্যোতি তিওয়ারির এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।