নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজার মুম্বাই রোড নাগরিক কল্যান কমিটি ও ডেবরা স্পোর্টস এ্যাসোসিয়েশনের উদ্যোগে সর্গীয় সন্তোষ ধাড়া এবং ভানুমতি ধাড়ার স্মৃতির উদ্দেশ্যে ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট চলছিল গতকাল এবং আজ।
জানা গিয়েছে এই ক্রিকেট টুর্নামেন্টেের উদ্ধোধন করেছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। আজ ফাইন্যাল ম্যাচে হাওড়ার মোহনবাগান ফ্রেন্ডস ক্লাব এবং উলবেড়িয়ার অলো ইলেভেনের প্রতিযোগিতা ছিল। জানা গিয়েছে অলো ইলেভেন এই ম্যাচে চাম্পিয়ান হয়েছে এবং রানার্স হয়েছে মোহনবাগান ফ্রেন্ডস ক্লাব। জানা জায় ফাইন্যাল চাম্পিয়ানের পুরস্কার ছিল ৫০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সের ছিল ৪০ হাজার টাকা ও ট্রফি।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, আজ এই ফাইন্যাল খেলায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কৃস্নেন্দু বিশই, খড়্গপুরের প্রাক্তন বিধায়ক তথা মেদিনীপুর খড়্গপুর উন্নয়ন পর্যদের ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার, বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ মুখার্জী, সীতেশ ধাড়া, অশোক রায়, চিত্তরঞ্জন মুখার্জীসহ অনান্যরা। এদিনের এই ম্যাচ দেখতে দুই হাজারের বেশী মানুষ উপস্থিত ছিলেন।