নিজস্ব সংবাদদাতাঃ মধ্যশিক্ষা পর্ষদ স্বীকৃত বইয়ে লেখা রয়েছে ত্রিভুজের ' দুটি কোণ '। এই লেখা দেখে চোখ কপালে উঠল শিক্ষকমহলের একাংশের। সূত্র মারফত জানা গিয়েছে যে, ইংরেজি ভাষায় অষ্টম শ্রেণীর গণিত বই হল 'গণিতপ্রভা'। সেই বইতে এক মস্ত বড় ভুল লেখা হয়েছে। অষ্টম শ্রেণীর এক পড়ুয়ার নজরেই প্রথমে আসে এই বিষয়টি।
জানা গিয়েছে যে, বইতে ত্রিভুজ এবং পঞ্চভুজ উভয় ক্ষেত্রেই নাকি ভুল তথ্য দেওয়া রয়েছে। সাধারণত ত্রিভুজের তিনটি কোণ থাকে। কিন্তু ওই বইতে দুটি কোণের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া পঞ্চভুজকে ইংরেজিতে বলা হয় 'পেন্টাগণ'। কিন্তু ওই বইটিতে তার বদলে লেখা রয়েছে পেটাগন।
এই বিষয়ে পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা জানিয়েছেন , '' এই ধরনের ভুল সাধারণত শিক্ষকরাই ক্লাসে ঠিক করে দিয়ে থাকেন। তবে, পর্ষদের যে সিলেবাস কমিটি রয়েছে তাঁদের এই বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন। ''