নন্দীগ্রামে উধাও দুই বুথ এজেন্ট!

নন্দীগ্রামের এক বুথ অফিসে ভোটদানকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
bjp debangshu.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আজ রাজ্যের ৮টি লোকসভা কেন্দ্রে চলছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। এই দফায় তমলুক লোকসভা কেন্দ্রেও চলছে ভোট গ্রহণ পর্ব। হাইভোল্টেজ এই লোকসভা কেন্দ্রকে ঘিরে আবারও এক চাঞ্চল্যকর অভিযোগ উঠলো।

Abhijit Gangopadhyay, Debangshu Bhattacharya: Ex Judge Up Against Young  Leader Who Wrote Khela Hobe In Bengal's Tamluk

প্রিজাইডিং অফিসার দেখিয়ে দিচ্ছেন ভোটারকে কোথায় ভোট দিতে হবে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। 

Debangshu Bhattacharya | Facebook

এছাড়াও, তৃণমূলের দুই এজেন্টকে অপহরণও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেছেন, " টুকলি করে পাস করা যায়, কিন্তু ফার্স্ট হওয়া যায়না।" 

 

Add 1