নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : ওটিপি শেয়ার না করার জন্য বার বার সতর্ক করা হয়। প্রতারণার ফাঁদে পড়ে ওটিপি শেয়ার করে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন বাঁকুড়ার বাসিন্দা। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর তার মোবাইলে একটি ফোনকল আসে। যেখানে ব্যাঙ্ক কর্মীর পরিচয় দিয়ে ব্যক্তির ব্যাঙ্ক অক্যাউন্ট নম্বর, এটিএণ এর যাবতীয় তথ্য হাতিয়ে নেয়। সুজিত বাবু প্রতারকদের বেশ কয়েকটি ওটিপি নম্বার ভুলবশত দিয়ে ফেলেন। এরপর ৮ ও ৯ সেপ্টেম্বর ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারকরা মোট ৩ লক্ষ ১৭ হাজার টাকা সরিয়ে নেয়। বাঁকুড়া সাইবার ক্রাইম থানায় তিনি এ বিষয়ে অভিযোগ দায়ের হলে সাইবার ক্রাইম থানা তদন্তে নেমে দুই অপরাধীকে আসানসোল থেকে গ্রেপ্তার করেছে।