চলন্ত ট্রেন থেকে মাল নিয়ে চম্পট! গ্রেফতার ২

চলন্ত ট্রেনে এ কী কাণ্ড! মালপত্র নিয়ে চম্পট! পাকড়াও করল পুলিশ।

author-image
Pallabi Sanyal
New Update
11

জামুড়িয়া থানা

হরি ঘোষ, জামুড়িয়া :  চলন্ত ট্রেন থেকে মালখানা ভেঙে মাল নামানো  দুই অভিযুক্ত পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা যায়, বছর ৩৮-এর মহম্মদ আখতার ( আসানসোল নর্থ থানার অন্তর গত জাহাঙ্গীর মোল্লা বাসিন্দা ) এবং বছর ৩৩ এর রঞ্জিৎ দাস ( ঝাড়খন্ডের দেওঘরের মধুপুরের বাসিন্দা ) জামুড়িয়া থানার শ্রীপুর ফাড়ির অন্তর্গত রানা কোলিয়াড়িতে বাড়ি ভাড়া নিয়ে থাকতো। পুলিশ সূত্রে এও খবর, এরা দুজন চলন্ত ট্রেন থেকে মাল  নামাতো, গত ১৬ তারিখ শুক্রবার আসানসোল থেকে পাটনা এল্লাকুলাম এক্সপ্রেসে এই দুই জন ওঠে এবং মধু কুন্ডা স্টেশনে ট্রেন ঢোকার আগেই চলন্ত ট্রেন থেকে প্রায় ৫০০ থেকে ৬০০ টি শাড়ি নিয়ে চম্পট দেয়।
পুলিশ সূত্রে এও জানা যায়, রবিবার পুলিশ তাদের ভাড়া বাড়িতে হানা দেয় এবং শাড়ি সমেত দুই জনকে আটক করে। সোমবার তাদের আইপিসির  ৩৭৯/৪১১/৪১৩/৪১৪ /১২০ বি  ধারা দিয়ে আসানসোল জেলা আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে এও খবর যে  ধৃতরা আরও কোথায় কি করেছে না করেছে, সে সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদের  জন্য জেলা আদালতের কাছে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।