নিজস্ব সংবাদদাতাঃ চলতি অর্থবছরের বাজেট পেশ করার সময় রাজ্য সরকারের তরফ থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধি করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই জানা যাচ্ছে যে, চলতি মাসেই বর্ধিত ডিএ সহ রাজ্যের সকল সরকারি কর্মীদের একাউন্টে ঢুকবে বেতন।
/anm-bengali/media/post_attachments/56a28f545275216c954a2292e5ee832eb8d52764c48b06ca3592cd24ef8e0f23.jpg)
ডিএ বৃদ্ধির ফলে সবথেকে বেশি উপকৃত হবেন সিনিয়র স্পেশাল সেক্রেটারিরা। চার শতাংশ বেতন বৃদ্ধির পরে, তারা বাড়তি পাবেন আরো ৮০০০ টাকা। এক্ষেত্রে উল্লেখ্য যে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বকেয়া বেতন পরিশোধ করার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে।
/anm-bengali/media/post_attachments/bceffe0490fe1e22450a2dd58a68c99745d899f4f2d62f1196f6898f847ffe68.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)