নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহার জেলার মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডাবরিতে দহগ্রাম অঙ্গারপতা সীমান্তে কাঁটাতার লাগানোকে কেন্দ্র করে বিজিবির সাথে স্থানীয় গ্রামবাসীদের দ্বন্দ্ব শুরু হয়েছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/12/katatar17122024-2412171323-725x375.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, এই ঘটনার পরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিএসএফ। পরিস্থিতি স্বাভাবিক হতেই সীমান্তে শুরু হয়েছে কাঁটাতার লাগানোর কাজ। জানা গিয়েছে, এখনও পর্যন্ত দেড় কিলোমিটার কাঁটাতার লাগানো হয়েছে এবং বাকি আরো দু' কিলোমিটার।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2017/07/Ceasefire-violation.jpg)