স্নানে 'না'! পাড়ে বসেই সমুদ্র দর্শন

সমুদ্রে বিপদের হাতছানি। তাই দীঘায় বেড়াতে গিয়েও পর্যটকরা করতে পারছেন না স্নান। পাড়ে বসেই চলছে সমুদ্র দর্শন। অমাবস্যার পরও বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। জল চলে আসছে অনেক দূর। বিপদের আশঙ্কা।

author-image
Pallabi Sanyal
New Update
মংি্িি

নিজস্ব প্রতিনিধি, দীঘা : কৌশিকী অমাবস্যার জেরে উত্তাল দীঘার সমুদ্র। সকাল থেকে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে গার্ডওয়ালে। পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পর্যটকদের নামার ক্ষেত্রে বিভিন্ন ঘাটগুলিতে দড়ি বেঁধে ব্যারিকেট করে দেওয়া হয়েছে। কোথাও বা হুইসেল বাজিয়ে পর্যটকদের সতর্ক করা হচ্ছে।  এমনিতেই আজ বিভিন্ন জায়গায় দীঘা ,তাজপুর, মান্দারমনি শংকরপুরে বেশ কিছু পর্যটক রয়েছেন বলে জানা গেছে। নুলীয়াদের কথায় যেহেতু গতকাল কৌশিকী অমাবস্যা ছিল তাই  সেকারণে সমুদ্র উত্তাল। তবে পর্যটকরা সমুদ্র স্নান না করতে পারায় কিছুটা হলেও মন খারাপ। আজ সকাল থেকেই মেঘলা আকাশ কখনো বা ঝিরঝিরি বৃষ্টি আবার কখনো বা রোদ দেখা দিচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সমুদ্র উত্তাল হয়েছে।   বেলার দিকে ফাঁকা হলে সমুদ্র স্নান করা যেতে পারে। গতকাল এই দীঘা সমুদ্রে দেখা গেছিল কর্দমাক্ত  জল। তাতে পর্যটকরা সমুদ্র স্নান করতে পারেননি ।হঠাৎ করে এই ধরনের সমুদ্রের জলের অবস্থা হয় কার্যত হতবাক হয়েছিলেন পর্যটকরা।