মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্য়ার্থীদের ভিড়

চলতি সপ্তাহের মঙ্গলবার মকর সংক্রান্তি (Makar Sankranti)। সেই উপলক্ষ্যে গঙ্গাসাগরে পুণ্য়ার্থীদের ভিড়। শুভ তিথিতে সাগরে স্নান করার পাশাপাশি কপিল মুনির আশ্রমে পুজো দেবেন তাঁরা।

author-image
Jaita Chowdhury
New Update
makar sangkranti

নিজস্ব সংবাদদাতা: চলতি সপ্তাহের মঙ্গলবার মকর সংক্রান্তি (Makar Sankranti)। সেই উপলক্ষ্যে গঙ্গাসাগরে পুণ্য়ার্থীদের ভিড়। শুভ তিথিতে সাগরে স্নান করার পাশাপাশি কপিল মুনির আশ্রমে পুজো দেবেন তাঁরা। মেলা উপলক্ষ্যে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশেপাশের এলাকা। তৈরি হয়েছে একাধিক পুলিশ ক্যাম্প। আকাশ পথ ও জলপথে চলছে নজরদাড়ি। এছাড়াও রয়েছে, উপকূলরক্ষী বাহিনী, NDRF, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌ বাহিনী।

চলতি বছরের মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় এসেছেন প্রচুর বিদেশি। ইসকনের মাধ্যমে এসেছেন ২১টি দেশের ৮০ জন ভক্ত। এদের অধিকাংশই মহিলা। বর্ণাঢ্য শোভাযাত্রায় রঙিন সাগর পাড়। বিদেশি ভক্তদের হরিনাম সংকীর্তনে জমজমাট সাগরমেলা।