নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: অনির্দিষ্টকালের জন্য মোহনপুর ব্রিজ ও শহর অচল করে দেওয়ার হুমকি দেওয়া হল ট্রাক অপারেটরদের। সূত্র মারফত জানা গিয়েছে যে, সমস্ত ভারি ট্রাক ব্রীজের ওপর দিয়ে চালাতে দিতে হবে দাবি করে দীর্ঘ যানজট তৈরি করল মোহনপুর ব্রিজের উপর তারা বুধবার দুপুরে। তবে কোনোভাবে বুঝিয়ে সামাল দিল পুলিশ। তবে তা সামাল দিতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। অবরোধ তুললেও তারা জানিয়ে দিলেন যেএবার মেদিনীপুর শহর ও মোহনপুর ব্রীজ পাকাপাকিভাবে বন্ধ করে দেবেন ৷
জানা গিয়েছে যে, মোহনপুর ব্রিজের ওপর দিয়ে সমস্ত ভারী ট্রাক চলাচলের অনুমতি দিতে হবে। ২০২২ থেকে নাকি ভারী ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তার জেরে মোটা টাকা খরচ করে ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে বড় লরিগুলিকে। এর জেরে ব্যবসায় বড় আর্থিক ক্ষতি হচ্ছে এমন দাবি করে এবার ক্ষুব্ধ ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিজেদের ক্ষোভ উগরে দিল মোহনপুর ব্রিজের উপরে শুয়ে।
আরও জানা গিয়েছে যে, আজ বুধবার বেলা বারোটার পর ৬০ নম্বর জাতীয় সড়কের ওপরে থাকা এই ব্রিজে এই ধরনের পরিস্থিতি তৈরি করায় বিশাল যানজট পূর্ণ পরিস্থিতি তৈরি হয়। এদিন তারা হুমকি দিলেন, " অনেকবার জানানোর পরেও তাদের ট্রাক চলাচলের অনুমতি দেওয়া হয়নি। এবারে না অনুমতি দিলে মোহনপুর ব্রিজের ওপর সমস্ত ভারী লরি রেখে পাকাপাকিভাবে অবরুদ্ধ করে দেবেন মোহনপুর ব্রিজ। মেদিনীপুর শহরেও যত্রতত্র লরি দাঁড় করিয়েও অবরুদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ও দিলেন তারা। "