শুরু তৃণমূলের নির্বাচনী প্রচার

নমিনেশন ও নমিনেশন প্রত্যাহারের সময়সীমা শেষ। এবার পালা প্রচারের। নির্বাচনের আগে প্রচারের কাজে রাজনৈতিক দলগুলির প্রার্থী থেকে শুরু করে নেতা-কর্মীদের ব্যস্ততা থাকে তুঙ্গে।

author-image
Pallabi Sanyal
New Update
23

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পঞ্চায়েত নির্বাচনের মননয়নপত্র জমা ও প্রত্যাহারের পর বৃহস্পতিবার থেকে থেকে শুরু হল নির্বাচনী প্রচার। আর সেই নির্বাচনের প্রচারকে সামনে রেখে  দাসপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দাসপুরের সবুজ সংঘ মাঠে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হল ।  আজকের এই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।আজকের এই জনসভা থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একাধিক নেতাকর্মীদের পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক বার্তা দেন। সেই সঙ্গে বিরোধীদের উদ্দেশ্য নানান মন্তব্য করেন।  এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিষ হুদাইত, সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক কৌশিক কুলভী সহ তৃণমূলের একাধিক নেতৃত্বরা। এছাড়াও উপস্থিত ছিলেন  ঘাটাল সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী।