নিজস্ব সংবাদদাতা: ফের প্রকাশ্য রাস্তায় গুলি চালানোর ঘটনা ঘটল বাংলায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুও এক জনের। শুক্রবার বিকেলে ঘটেছে ঘটনাটি। আর তারপর থেকে শোরগোল শুরু হয়েছে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। ঘটনার প্রসঙ্গে তৃণমূলের দাবি, নিহত যুবক মূলত তাদের দলের সক্রিয় কর্মী। ব্যারাকপুর অঞ্চলের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহের ঘনিষ্ঠ কয়েক জন এই খুনে যুক্ত বলে অভিযোগ। ইতিমধ্যে খুনের তদন্ত শুরু করল পুলিশ।