নিজস্ব সংবাদদাতা : মনোনয়নকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। ডোমকলে কোমড়ে পিস্তল গুঁজে বিডিও অফিস পাহারা দিয়ে বর্তমানে শ্রীঘরে তৃণমূল নেতা। এদিকে, বাঁকুড়ায় শাসকদলের বিরুদ্ধে মনোনয়নে বাধা প্রদানের অভিযোগে রাস্তায় বসে প্রতিবাদ দেখাচ্ছে বিজেপি। এবার নমিনেশনের কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থল কাকদ্বীপ। কংগ্রেস প্রার্থী শিবানী দাসের হাত থেকে নমিনেশনের কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন কংগ্রেস প্রার্থী।
প্রসঙ্গত, সম্প্রতি নবজোয়ার যাত্রা থেকেই অশান্তির ঘটনায় না জড়ানোর কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেও কীভাবে তৃণমূলের বিরুদ্ধে উঠছে ভুরি ভুরি অভিযোগ? তবে কী অভিষেককে মান্যতা দিচ্ছেন না দলের কর্মীরা! এমনই সব প্রশ্ন উঠছে। এরপরেও শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।