ভার্চুয়াল সভা থেকে একাধিক নির্দেশ তৃণমূলের রাজ্য সভাপতির

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিণীতে সাঁকরাইল ব্লকের তৃণমূলের সভাপতি কমলকান্ত রাউৎ ও মহিলা সভানেত্রী অঞ্জলি দোলাই ভার্চুয়ালি সভায় যোগ দেন।

author-image
Pallabi Sanyal
New Update
subrata bakshi

ভার্চুয়াল বৈঠক

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :  প্রতিটা মানুষের কাছে যাওয়ার নির্দেশ দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। বুধবার কর্মীদের সঙ্গে ছিল ভার্চুয়াল সভা। এদিন  সুব্রত বক্সি রাজ্যের সমস্ত জেলার সভাপতি, চেয়ারম্যান, ব্লক সভাপতি সহ ব্লকের মহিলা সভাপতিদের নিয়ে ভার্চুয়ালি সভা করেন। সেই সভায় তিনি কর্মীদের কয়েকটি নির্দেশ দিলেন। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিণীতে সাঁকরাইল ব্লকের তৃণমূলের সভাপতি কমলকান্ত রাউৎ ও মহিলা সভানেত্রী অঞ্জলি দোলাই ভার্চুয়ালি সভায় যোগ দেন। কমলকান্ত রাউৎ বলেন, ''একশো দিনের কাজের উপভোক্তাদের প্রাপ্য টাকার দুটো করে কপি প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ও গিরিরাজ সিংয়ের কাছে পাঠাতে হবে। প্রতিটা মানুষের কাছে যেতে হবে। দিদির উন্নয়নের খতিয়ান তুলে ধরতে হবে। মানুষের পাশে থেকে অভাব অভিযোগ মেটানোর চেষ্টা করতে হবে ।'' তিনি বলেন, ''এই নির্দেশ অনুযায়ী কাজ আমরা ১৫ দিনের মধ্যে শেষ করে দেব। মানুষের পাশে থাকব আমরা সব কর্মী।''