"পরিকল্পিত গন্ডগোল"—মুর্শিদাবাদ কাণ্ডে ফের বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের, তোলপাড় রাজ্য রাজনীতি!

মুর্শিদাবাদে চলমান গন্ডগোল নিয়ে বিস্ফোরক মন্তব্য কুনাল ঘোষের। রাজনৈতিক দল ও কেন্দ্রীয় এজেন্সির ‘চক্রান্তের’ অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি।

author-image
Debapriya Sarkar
New Update
c

নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের সামশেরগঞ্জ সহ আশপাশের এলাকায় ক্রমশ উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। তাঁর দাবি, এই গন্ডগোল পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, যার পেছনে রয়েছে কিছু রাজনৈতিক দলের নেতাদের যোগসাজশ এবং কেন্দ্রের কিছু এজেন্সির সহায়তা।

Samserganj

কুনাল ঘোষ বলেন, "যারা গন্ডগোল করছে, তাদের মূল পান্ডাদের এলাকাবাসী চিনতেই পারছে না। বাইরে থেকে লোক ঢুকিয়ে অশান্তি ছড়ানো হচ্ছে।" তিনি আরও দাবি করেন, 'বিএসএফের একটি অংশের সংযোগ ব্যবহার করে দুষ্কৃতীদের নিয়ে হামলা চালানো হয়েছে। পরিকল্পিতভাবে উত্তেজনা তৈরি করা হয়েছে।'

Kunal

কুণাল ঘোষের এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত ও প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি তুলেছে তৃণমূল। প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।