নোদাখালীর তৃণমূল নেতা শ্যুট আউট কাণ্ডে গ্রেফতার ১

অভিযুক্তরা গতকাল রাতেই তাঁর আত্মীয়র বাড়ি থেকে চলে গিয়েছে। প্রীতমের বিরুদ্ধে  ৩২৬/ ৩০৭/ ২০১, ২৫/২৭ আর্মস এক্টের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে আলিপুর আদালতে পাঠানো হয়েছে।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
gunfire

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: নোদাখালীর তৃণমূল নেতা শ্যুট আউট কাণ্ডের সাতগাছিয়া বিধানসভার সোনাপুর গ্রাম থেকে গ্রেফতার ১। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম প্রীতম ভোঁর (২১)। সমগ্র ঘটনায় মূল আসামীদের প্রীতম তাঁর আমতলার এক নিকট আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখতে সাহায্য করেছিল।

পুলিশের জেরায় প্রীতম জানিয়েছে, অভিযুক্তরা গতকাল রাতেই তাঁর আত্মীয়র বাড়ি থেকে চলে গিয়েছে। পাশাপাশিপুলিশের এও দাবি, সমগ্র ঘটনাটি সিন্ডিকেট বিবাদকে কেন্দ্র করেই। তবে তদন্তের স্বার্থে এখনই মূল আসামীদের নাম প্রকাশ করতে অনিচ্ছুক ডায়মন্ড হারবার জেলা পুলিশ। 

প্রীতমের বিরুদ্ধে  ৩২৬/ ৩০৭/ ২০১, ২৫/২৭ আর্মস এক্টের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে আলিপুর আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি কৃষ্ণ মন্ডলের শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।