তৃণমূল নেতা দুলাল সরকার খুনের তদন্তে নয়া মোড়

এরাজ্যের একের পর এক খুনের ঘটনা ভিনরাজ্যের সুপারি কিলারের যোগ সামনে এনেছে। মাস দুই আগে কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় মূল অভিযুক্ত ছিল বিহারের বাসিন্দা।

author-image
Jaita Chowdhury
New Update
malda.jpg

নিজস্ব সংবাদদাতা: মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনের তদন্তে নয়া মোড়। উঠে আসছে ভিনরাজ্যের যোগ। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এদিন সাংবাদিক সম্মেলন করে বলেন, তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্ত তিনজন বিহারের কাটিহারের বাসিন্দা।  

TMC keader

এরাজ্যের একের পর এক খুনের ঘটনা ভিনরাজ্যের সুপারি কিলারের যোগ সামনে এনেছে। মাস দুই আগে কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় মূল অভিযুক্ত ছিল বিহারের বাসিন্দা। তার আগে বিজেপি নেতা  মণীশ শুক্লাকে খুনের ঘটনায় দুই সুপারি কিলার গ্রেফতার হয়েছিল পাঞ্জাব থেকে। তারপর কংগ্রেস কাউন্সিলর তপন কানদুর খুনের ঘটনায়  খুনি ধরা পড়েছিল ঝাড়খণ্ড থেকে।

shooto1.jpg

প্রসঙ্গত, তবে কি ভিনরাজ্য থেকে সুপারি কিলার নিয়ে আসা কি বর্তমানে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে? খুন করানোটা কি এরাজ্য়ের রাজনীতিতে নতুন সংস্কৃতি হয়ে উঠছে?