তৃণমূলের পরপর ৩ জয়- ৬-এ ছক্কা মারতে প্রস্তুত তৃণমূল

তৃণমূলের পরপর ৩ জয়।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Mamata

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে ৬-এ ছক্কা মারতে চলেছে তৃণমূল। ইতিমধ্যেই ৩ আসনে তৃণমূলের জয় ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

vvgggh

মাদারিহাট, সিতাই ও নৈহাটিতে জয় পেয়েছে তৃণমূল। বাকি ৩ আসনেও এগিয়ে রয়েছে তৃণমূল। সিতাই থেকে ১,৩০,১৫৬ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। নৈহাটি থেকে তৃণমূল প্রার্থী সনৎ দে ৪৮,৯১২ ভোটে জয়ী হয়েছেন। মাদারিহাট থেকে ৩০,৩০৯ ভোটে জয় পেয়েছেন জয়প্রকাশ টোপ্পা।