হরি ঘোষ, আসানসোল : গ্রীষ্মের প্রখর দাবদাহে জ্বলছে পুরো বাংলা, প্রতিনিয়ত তাপমাত্রা বেড়েই চলছে। আসানসোল শিল্পাঞ্চলের তাপমাত্রা ৪৪ ডিগ্রির কাছাকাছি। তীব্র গরমে পথচারীদের একটু স্বস্তি দিতে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় জলবন্ধুর মাধ্যমে আজ আখলপুর ব্রিজের সামনে পথ চলতি মানুষকে ঠান্ডা জল ও শরবত বিতরণ করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব সম্পাদক পিন্টু কুমার দত্ত, সাধারণ সম্পাদক রাহুল মুখার্জি সহ এক ঝাঁক যুবনেতা।
এই প্রসঙ্গে জেলা যুব সম্পাদক পিন্টু কুমার দত্ত বলেন, ''আমরা সর্বদা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত, তাই মানুষের পাশে থাকার সর্বদা চেষ্টা করি। এই তীব্র গরমে রোদকে উপেক্ষা করে যুব সৈনিকরা রাস্তায় নেমে মানুষকে শীতল জল ও শরবত হাতে তুলে দিয়ে এক স্বস্তির বার্তা দিতে চাই। আগামী দিনে রোদ জল উপেক্ষা করে আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি।''