শিক্ষকদের সম্মানিত করলো তৃণমূল!

ঝাড়গ্রামে তৃণমূলের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপিত হল। স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সম্মানিত করা হয়। চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাজের মূল ভিত হল শিক্ষা। আর শিক্ষা চালিত হয় শিক্ষকদের হাত ধরে।

author-image
Pallabi Sanyal
New Update
১১১১১১

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :  মঙ্গলবার ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লক তৃণমূলের পক্ষ থেকে কুলটিকরী হাইস্কুল মাঠে আয়োজন করা হল শিক্ষক দিবসের অনুষ্ঠানের। বর্তমান শিক্ষক এবং প্রাক্তন শিক্ষক, শিক্ষিকাদের সম্বোর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সহ সভাধিপতি অঞ্জলি দোলাই, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, জেলা তৃণমূল কমিটির সদস্য ভাগবৎ মান্না, ব্লকের সহ সভাপতি অনুপ মাহাত  প্রমুখ।

88

ff

ss

mj

 

 

 

 ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের সদস্য কমলকান্ত রাউৎ বলেন, ''গত চার বছর ধরে আমরা বিদ্যালয়ের পুরনো শিক্ষক ও নতুন শিক্ষকদের সম্বোর্ধনা দিয়ে আসছি। এর একটাই কারণ পুরনো শিক্ষকদের কাজে উজ্জীবিত হয় নতুনরা, যা আমাদের বিদ্যালয়ের মান আরো বাড়ায়।'' এছাড়াও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা শাখার যৌথ উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ঝাড়গ্রাম শহরে।