রাস্তা দখল করে পিলার তোলার অভিযোগ তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে

বিস্ফোরক অভিযোগ উঠেছে।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, অন্ডালঃ রাস্তা দখল করে নিজের বিল্ডিংকে সুরক্ষিত করতে পিলার তোলার অভিযোগ উঠল অন্ডালের উখরা পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সরণ সাইগলের বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়ল উখড়া পঞ্চায়েত।
উখড়ার মা মাধাইগঞ্জ রোড থেকে ছোট্ট বাজারের ভেতর দিয়ে নেতাজি সুভাষ রোড পর্যন্ত রয়েছে রাস্তা। যে রাস্তার দুই পাশে বাজারের ভেতরে রয়েছে বেশ কয়েকশ দোকানদার। শুক্রবার বেলা এগারোটা নাগাদ পঞ্চায়েতের উপপ্রধান সরন সাইগল নিজের একটা বিল্ডিংকে সুরক্ষিত করতে রাস্তার ওপর পিলার তৈরি করার ব্যবস্থা করছিলেন। বেলা তৈরির জন্য খোঁড়া হয়েছে গত লেগেছিল মিস্ত্রি। আর এতেই চরম ক্ষুব্ধ বাজারের ব্যবসায়ীরা পঞ্চায়েতে লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান। বাজারের ব্যবসায়ীরা জানান ধীরে ধীরে রাস্তা সংকুচিত হয়েছে তার ওপর যদি রাস্তায় পিলার তৈরি হয় তাহলে রাস্তা আরো ছোট হবে ফলে বাজারের ভেতর ব্যবসায়ীদের জিনিসপত্র আনা নেওয়ার চরম সমস্যা হবে ঢুকবে না কোন ভ্যান রিক্সাও।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিজেপি নেতা ছোটন চক্রবর্তী জানান, এই উপপ্রধান কয়েক দিন আগেই বাজারের রাস্তা প্রসারিত করার জন্য ছোট ছোট ব্যবসায়ীদের বাজারের রাস্তার ওপর থেকে সরানোর ব্যবস্থার জন্য পথে নেমে ছিলেন, যাতে রাস্তা আরো চওড়া করা যায় কিন্তু খোদ উপ-প্রধানই নিজের বাড়িতে সুরক্ষিত করার জন্য রাস্তার সংকুচিত করে পিলার দেওয়ার ব্যবস্থা করছেন। উপপ্রধানের  বিজেপি নেতা তথা ব্যবসায়ীদের সঙ্গে ঘটনাস্থলে হয় বচসাও। যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি উপর প্রধান তথা উখরা পঞ্চায়েতের প্রধানও।

বাজারের ব্যবসায়ী মনোজ পণ্ডিত জানান, উপপ্রধান গায়ে জোরে রাস্তার উপর পেলা তৈরি করার চেষ্টা করছেন। আর এই রাস্তার উপর পিলার তৈরি হলে রাস্তায় ছোট হয়ে যাবে ফলে তাদের দোকানের জিনিসপত্র আনতে চরম সমস্যা হবে কেননা এই রাস্তা দিয়ে তখন ঢুকবে না কোনো টোটো বা ভ্যানরিক্সা। আর তাই তারা  উখরা পঞ্চায়েতের প্রধানের কাছে লিখিত অভিযোগ জানান। যদিও এই বিষয়ে উখড়া পঞ্চায়েতের প্রধান মিনা কোলে কোনো রকম মুখ খুলতে চাননি।