নিজস্ব সংবাদদাতাঃ ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে এনআইএ-র হাতে রেজিস্টার ও ডায়েরি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর দু’টো ডায়েরি ও দু’টো রেজিস্টার উদ্ধার হয়েছে। ইতিমধ্যে আদালতে সেটা জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই ডায়েরিগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি রয়েছে বলেও খবর। যেগুলো ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে অন্যতম গুরুত্বপূর্ণ নথি হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। এই ডায়েরিগুলোকে প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর দেখা যায় এখানে বেশ কিছু হিসাব-নিকেশ লেখা রয়েছে। যেগুলো বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করছেন তদন্তকারীরা।
অন্যদিকে রবিবার অর্থাৎ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভূপতিনগর যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। জানা গিয়েছে, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ যাবেন বলে জানা যাচ্ছে। এনআইএ এর হাতে গ্রেফতার দুই তৃণমূল নেতার পরিবারে সঙ্গে কথা বলবেন। ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।