পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি তৃণমূল কাউন্সিলরের

প্রাণনাশের হুমকি তৃণমূল কাউন্সিলরের।

author-image
Adrita
New Update
ফদ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ এগরা পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি তৃণমূল কাউন্সিলরের। সূত্র মারফত জানা গিয়েছে যে, এগরা পৌরসভার বেআইনি নির্মাণে বাধা দিতে গেলে অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে, এমনই অভিযোগের তীর উঠেছে এগরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, শেখ সুরুজ আলী-র দিকে। মহকুমা শাসকের কাছে দ্বারস্থ ওই ইঞ্জিনিয়ার। 

পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা নাম মুনমুন মিশ্র ত্রিপাঠী, তিনি সরকারি নিয়মবহির্ভূত বাড়ি তুলছেন জানতে পারেন এগরা পৌরসভার অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার স্বপন কুমার গায়েন।
যথারীতি তিনি সরকারি নিয়ম মেনে অবৈধ নির্মাণের কাছে পৌঁছে যান, অবৈধ নির্মাণ বন্ধ করতে বলেন। বাড়ির মালিকপক্ষকে তাতে মালিক কোন প্রকার এই কাজ বন্ধ করতে চাননি। যথারীতি ইঞ্জিনিয়ার স্বপন কুমার গায়েন তিনি কাজ থেকে ফিরে আসেন পৌরসভার অফিসে। সেখানে বিষয়টি এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়েকের কাছে জানান। 

তার কিছুক্ষণ পরেই বিষয়টি নিয়ে একটি আলোচনা সভা ডাকা হয় পৌরসভার চেয়ারম্যানের ঘরের মধ্যেই। পৌরসভার চেয়ারম্যান এর উপস্থিতিতে এগরা পুরসভার কাউন্সিলর তথা শেখ সুরজ আলী তিনি ওই ইঞ্জিনিয়ারকে কাজে বাধা দিলে এক প্রকার দেখে নেওয়ার কথা হুমকির স্বরে জানান, ইঞ্জিনিয়ারকে আরো বলেন কাজের সাইডে গেলে তাকে দেখে নেবেন।

স্বপন বাবু জানান শেখ সুরজ আলী নিজে দাঁড়িয়ে থেকে ওই মুনমুন মিশ্র ত্রিপাঠির বাড়ি সমস্ত কাজ তদারকি করছেন, 
তবে সরকারি কাজে বাধা দেওয়া য় সংবাদমাধ্যমের সামনে প্রশ্ন উত্তর পর্বে চেয়ারম্যান বলেন তপন গায়েন ও শেখ সুরুজ আলীকে সামনাসামনি বসিয়ে বিষয়টি মিটিয়ে দেবেন। যেখানে সরকারি কাজে বাধা দিলে  সাধারণ মানুষের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মামলা হয়ে থাকে তাহলে এখানেই শুধু ছাড়, যারা শাসকদলের নেতা হবেন তারা ইচ্ছে মতন বেআইনি নির্মাণে যুক্ত থাকবে এ প্রশ্ন চিহ্ন ঘুরপাক খাচ্ছে। 

তবে এই ঘটনা জানাজানি হতে এগরা পৌরসভা জুড়ে নিন্দার ঝড়। বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে বলা হয় রাজ্যে যেভাবে অরাজকতা এবং শাসক দল তৃণমূল যে চরিত্রের দেখা দিচ্ছে তাতে এগরাতেও কেন বাদ পড়বে।