কাউন্সিলরের 'দিদিগিরি'! বন্ধ বাজার

তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে 'দিদিগিরি'র অভিযোগে বন্ধ বাজার! বাঁকুড়া সদর থানার ১৪ নং ওয়ার্ডের রাজগ্রাম বাজারের ঘটনা।

author-image
Pallabi Sanyal
New Update
্্

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া : তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে 'দিদিগিরি'র অভিযোগে বন্ধ বাজার! বাঁকুড়া সদর থানার ১৪ নং ওয়ার্ডের রাজগ্রাম বাজারের ঘটনা। স্থানীয় একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে  বাজার কমিটির সম্পাদককে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অপর্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রতিবাদে বুধবার সকাল থেকে বাজার বন্ধ করে প্রতিবাদে সামিল হয়েছেন ব্যবসায়ীরা। দেওয়ালে সাঁটানো হয়েছে পোস্টার। তাতে লেখা হয়েছে স্থানীয় কাউন্সিলর দ্বারা বাজার কমিটির সম্পাদক কে মারধর ও অত্যাচারের প্রতিবাদ জানিয়ে এই বাজার বন্ধ করেছে বাজার কমিটি। 

ব্যবসায়ীদের কমিটি সূত্রে খবর,মঙ্গলবার রাতে স্থানীয় একটি অনুষ্ঠানের শোভাযাত্রা সময় বেশ কিছু দোকানের শেড ভেঙে দেওয়া হয়। কাউন্সিলরের নির্দেশেই এ কাজ করা হয়েছে জানতে পারেন ব্যবসায়ীরা। অপর্না চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলতেও যান তারা। সেই সময় বাজার কমিটির সম্পাদকের গায়ে কাউন্সিলর হাত দেন বলে অভিযোগ। এমনকি উঠেছে হেনস্থার অভিযোগও। যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন কাউন্সিলর। তার দাবি, তার উপর বাজার কমিটি চড়াও হয়।