তৃণমূলের পার্টি অফিসে চুরি : কার মুখ দেখা গেলো সিসিটিভি ফুটেজে?

কলকাতায় তৃণমূল কাউন্সিলর ইলোরা সাহার পার্টি অফিসে চুরির ঘটনা, ১২টি দামি চেয়ার চুরি। পুলিশ তদন্ত শুরু করলেও, অভিযোগ তদন্তে গড়িমসি করার।

author-image
Debapriya Sarkar
New Update
Theft

নিজস্ব সংবাদদাতা : খাস কলকাতার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইলোরা সাহার পার্টি অফিসে চুরির ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। ঘটনার সূত্রপাত হয়, যখন ওই কাউন্সিলরের পার্টি অফিসের চাবি একটি পনিরের দোকানে রাখা থাকে এবং সেখান থেকেই চাবি নিয়ে চুরি চালানো হয়।

TMC hj1.jpg

অভিযোগ, এক দুষ্কৃতী ওই পনির দোকানদারের কাছে গিয়ে নিজেকে বোরো অফিসের কর্মী পরিচয় দেয় এবং বলে যে, তিনি পার্টি অফিস থেকে ডেঙ্গির ফ্লেক্স ও ব্যানার নিয়ে আসবেন। দোকানদার ওই দুষ্কৃতীকে বিশ্বাস করে পার্টি অফিসের চাবি দিয়ে দেন। এরপর ওই ব্যক্তি চাবি নিয়ে পার্টি অফিসে ঢোকে এবং দামি চেয়ারসহ অন্যান্য সামগ্রী চুরি করে পালিয়ে যায়। দোকানদারকে জানানো হলেও চোরের গন্তব্য কিছুটা সময় অজানা ছিল। পরবর্তীকালে, যখন কাউন্সিলর ইলোরা সাহা ও তার স্বামী অফিসে পৌঁছান, তারা দেখেন, প্রায় ১২টি দামি চেয়ার গায়েব হয়ে গেছে। সেই সঙ্গে অন্যান্য মূল্যবান সামগ্রীও চুরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Tmc

এ ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৃণমূল কাউন্সিলরের স্বামী ভেতরে গিয়ে দেখেন, চেয়ারগুলো নেই, এবং ওই দুষ্কৃতীর খোঁজ শুরু হয়। পাথুরিয়াঘাটা থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করলেও, অভিযোগ রয়েছে যে পুলিশ তদন্তে গড়িমসি করছে। স্থানীয় সিসিটিভি ফুটেজে চোরের ছবি ধরা পড়েছে, যেখানে চোরকে দামি চেয়ার নিয়ে পালাতে দেখা যায়। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দ্রুত তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

theft.jpg

কাউন্সিলর ইলোরা সাহার অভিযোগ, “আমরা পুলিশে অভিযোগ জানালেও তারা সঠিকভাবে তদন্ত করছে না। চুরি হওয়া ১২টি চেয়ার এখনও উদ্ধার করা যায়নি। আমরা আশা করছি পুলিশ আরও গুরুত্ব দিয়ে তদন্ত করবে।”এই ঘটনায় পার্টি অফিসের নিরাপত্তা ব্যবস্থা এবং স্থানীয় পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে আলোচনা চলছে।