নিজস্ব সংবাদদাতাঃ সংবিধানের স্রষ্টা বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেদকরকে নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে সোমবার আল্লাদিহ মোড়ে সালানপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। যেখানে জেলা পরিষদের কার্যনির্বাহী সভাপতি কাম সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহম্মদ আরমান, সদস্য বেবী মন্ডল, সহ-সভাপতি ভোলা সিং, পঞ্চায়েত কমিটির সভাপতি কৈলাশপতি মন্ডল, সহ-সভাপতি বিধুত মিশ্র, আইএনটিটিইউসি ব্লক সভাপতি মনোজ তিওয়ারি, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শচীন নাগ ও অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে প্রতিবাদ সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করা হয়। মোহাম্মদ আরমান বলেন, '' সংবিধানের স্রষ্টা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সম্পর্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নিন্দনীয়। এতে গোটা দেশের মানুষের আত্মসম্মানে আঘাত লেগেছে। এবং তারা ক্ষমা না চাওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ করব। ''