বাংলার মানুষ শুধু রাজা রামমোহন রায় এবং রানি রাসমণিকে চেনেন, বিস্ফোরক মহুয়া

কৃষ্ণনগর থেকে বিজেপি প্রার্থী 'রানি মা' অমৃতা রায়কে নিয়ে বিশেষ মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র।

author-image
Probha Rani Das
New Update
mahua moitrawe.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কৃষ্ণনগর রাজপরিবারের 'রানি মা' অমৃতা রায়কে বিজেপি তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রের বিরুদ্ধে দাঁড় করানোর বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র বলেছেন, “বাংলার মানুষ কেবল রাজা রামমোহন রায় এবং রানি রাসমণিকে চেনেন। এর উপরে কতজন রাজা আছেন, কতজন রানী আছেন তা কেউ জানে না।” 

mahua moitrawe1.jpg

Add 1