নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারকীয় তাণ্ডব ও মহিলা চিকিৎসক খুনে দোষীদের গ্রেফতারের দাবীতে শনিবার ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ও সবংয়ে। সবং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে সবংয়ের তেমাথানি এলাকায় বিশাল মিছিল করা হয়। এই মিছিলে পা মেলান সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের দুই দপ্তরের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া। এছাড়াও ছিলেন সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স, যুব নেতা নিশিকান্ত কর, প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইয়া সহ অনান্যরা।
অপরদিকে ডেবরা ব্লকের বালিচকে তৃণমূল কংগ্রেসের ডাকে অপর একটি ধিক্কার মিছিল হয় একইদিনে। এই মিছিলে উপস্থিত ছিলেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু, ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল সহ অন্যান্যরা।