তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাড়িতে আগুন, অভিযোগের তীর বিজেপির দিকে

তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি- এই ধরনের ঘটনায় কোনোভাবেই যুক্ত নয় বিজেপির কোন নেতা বা কর্মী।

author-image
Adrita
New Update
গ

নিজস্ব সংবাদদাতা,কাঁথিঃ শীতের রাতে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায়, বাড়ির পেছন দিকের দরজার শিকল তুলে কে বা কারা পঞ্চায়েতে তৃণমূল প্রার্থীর বাড়িতে আগুন লাগালো তা নিয়ে বাড়ছে এলাকায় রাজনৈতিক উত্তাপ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানা'র পশ্চিম কামারদা গ্রামে।

গভীর রাতে এমন ঘটনা ঘটায়, প্রথমে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের লোকজনেরা। এরপর কোন রকমে পরিবারের লোকেরা বাড়ির বাইরে বেরিয়ে এলেও, ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয় গোটা বাড়ি সহ আসবাবপত্র। তৃণমূল কংগ্রেসের দাবি হিংসার বসে কে বা কারা এই আগুন লাগিয়েছে, ঘটনার অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মারিশদা থানার পুলিশ।

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেখা গিরির বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে, ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষজন। দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে এলাকার মানুষজন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পঞ্চায়েত নির্বাচন জয়ের পরেই গোটা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে বিজেপি, এই ঘটনা তারই ফল।