ধর্মা দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা, প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থীর

বিজেপির কার্যালয়ে ভাঙচুর।

author-image
Adrita
New Update
স

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ  ধর্মা দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বিজেপির মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে, মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা বলেছেন, " আমি ঘটনার কথা শুনেছি, প্রচারের কাজে ধেড়ুয়াতে আছি। বিজেপির অভ্যন্তরীণ লড়াই খুব ভয়ংকর যে তাদের দল কোন লোক কার অফিসে আগুন লাগাচ্ছে তা বলা কঠিন। তৃণমূল কংগ্রেসের সাথে এর কোনও সম্পর্ক নেই। মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। কোনও সিসিটিভি ফুটেজ বা প্রমাণ পাওয়া যায় যে তৃণমূল কংগ্রেসের কোনও নেতা এই ঘটনার সাথে জড়িত, আমি জেলা সভাপতি ব্যক্তিগতভাবে দায়িত্ব নেব এবং তাকে ঘাড় ধরে দল থেকে বের করে দেওয়া হবে। শান্তি এবং উন্নয়নকে সামনে রেখেই আমাদের লড়াই, বিজেপির অভ্যন্তরীণ লড়াইকে তৃণমূলের উপর চাপিয়ে এরা বাঁচতে চাইছে। এর সাথে তৃণমূল কংগ্রেসের কোথাও কোনও সম্পর্ক নেই। '' 

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আগামী ১৩ ই নভেম্বর মেদিনীপুরে বিধানসভা উপনির্বাচন। তবে ভোটের আগেই উত্তপ্ত হল মেদিনীপুরে রাজনৈতিক পরিবেশ। বিরোধীদের নির্বাচনের কার্যালয় ভেঙে দেওয়া অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। উল্লেখ্য, উপনির্বাচনের আগেই এ ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে গতকাল শুক্রবার সকালেই পরিদর্শনে আসেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। তিনি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেন।

তবে এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে মেদিনীপুর জেলার কোতোয়ালি থানায় বিজেপির পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। 

job digbijoy da