নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা কমিটির উদ্যোগে রামনবমী পুজোর আয়োজন করা হয়েছে। মূলত তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের উদ্যোগে বিগত ১৬ বছর ধরে রামনবমীর পুজো হয়ে আসছে। বুধবার রামনবমীর পুজো উপলক্ষে হোম যজ্ঞের আয়োজন করা হয়। তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এই দিন রামনবমীর পুজোতে অংশগ্রহণ করেন।
পুজোতে রাম মূূর্তির সামনে ঢাক বাজাতে শুরু করেন দেবাংশু ভট্টাচার্য। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে,'' ধর্মের মধ্য দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হলো পুরুষোত্তম। তার প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের মানুষের মনে আছে, তা বাংলার মানুষের মনেও আজ অটুট রয়েছে। তার প্রতি আস্থা আমাদের আজও অটুট আছে। আমাদের বিদ্রোহ প্রতিবাদ তাদের প্রতি, যারা রামচন্দ্রকে নিয়ে রাজনীতির ময়দানে নামিয়ে আনেন। আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না। তাকে আমরা যজ্ঞে হোমে ধুপের গন্ধে দেখতে চাই। আমাদের কাছে রামই শ্রেষ্ঠ। রামকে আমরা পুজোর মধ্য দিয়ে খুঁজে পাই। আর যারা রাজনীতির মঞ্চে রামকে নামিয়ে আনেন তাদেরকেই ভগবান রামই দমন করেন। ''