নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার পরের দিনেই দেবাংশু ভট্টাচার্য প্রচারে নেমে পড়েছে। তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা না হলেও গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাথে বৈঠক করেন প্রাক্তন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী না হলেও তমলুকের দেবী বর্গমিমা মন্দিরে পুজো দিয়েছেন গতকালই।
দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী বুধবার দেবী বর্গভীমা মন্দিরে আসেন পুজো দিতে। মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেন পুজো দেন। তার সঙ্গে ছিলেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, বিধায়ক সুকুমার দে, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
দেবাংশু ভট্টাচার্যকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করলেও তিনি তা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এড়িয়ে যান। তিনি বলেন, '' ২০২১ সালে বিধানসভা নির্বাচনে একাধিকবার তমলুক লোকসভা কেন্দ্রে এসে প্রচার করেছেন ফলে তার তমলুকের মাটি চেনা। সব বিচার মা বর্গভীমাই করবেন। ''