পায়ে হেঁটে কখনও বা বাইকে প্রচার, স্থানীয়দের মন জয় করলেন তৃণমূল প্রার্থী

তৃণমূল প্রার্থী জুন মালিয়া নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে প্রচার সারেন বৃহস্পতিবার। পরাধীন ভারতের জাতীয় পতাকার অন্যতম রূপকার বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর মূর্তিতে মাল্যদান করেন তিনি।

author-image
Tamalika Chakraborty
New Update
 june malia campaign .jpg

নিজস্ব সংবাদদাতা : কখনও পায়ে হেঁটে কখনও বা কর্মীর মোটরবাইকে চেপে বৃহস্পতিবার দিনভর  নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে প্রচারে দাপিয়ে বেড়ালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া। সকালে নারায়ণগড় ব্লকের তুতরাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ঠাকুরচকে কালিমন্দির ও বটেশ্বর শিব মন্দিরে পূজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। ব্লকের একমাত্র এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। আর সেই গ্রাম পঞ্চায়েত এলাকা দিয়ে ভোটের প্রচার শুরু করেন তিনি। পরাধীন ভারতের জাতীয় পতাকার অন্যতম রূপকার বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর মূর্তিতে মাল্যদান করেন তিনি। প্রায় ৮০ কিলোমিটারের এই প্রচার অভিযানে প্রার্থীকে দেখতে রাস্তায় ভিড় জমে যায়। বারবার থেমে গাড়ি থেকে নামতে হয় প্রার্থীকে। আর প্রার্থীকে এত কাছ থেকে পেয়ে আট থেকে আশি সকলেই ছুটে আসেন। তাঁদের সকলকেই কাছে টেনে নেন তিনি। এদিন শশিন্দা আদিবাসী পাড়াতে প্রয়াত তৃণমূল কংগ্রেসের এক কর্মীর বাড়িতে মোটরবাইকে করে পৌঁছে যান প্রার্থী। পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি।

004db888-b0f0-4e2d-8d93-534349827fcf.jpg

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg