নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের আগে চমক দিয়ে আজ ব্রিগেড থেকে প্রার্থী ঘোষণা করবে তৃণমূল। এবার জানা যাচ্ছে, শুধুমাত্র রাজ্য নয় রাজ্যের বাইরে আসাম, মেঘালয় ও উত্তরপ্রদেশেও তৃণমূল প্রার্থী দেবে বলে জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/f85YH08HEnD4CR6iBstB.jpg)
আসামে ও মেঘালয়ে ২ টি করে প্রার্থী দেওয়া হবে বলে জানা যাচ্ছে। উত্তরপ্রদেশে ১ টি প্রার্থী দেবে বলে জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)