মালদায় বিস্ফোরণে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি সহ চার জন

মালদার রতুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি সহ চার জন। তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের বাড়িতে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।শুক্রবার সাত দিন পুলিশ হেফাজত চেয়ে ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
N0nkQJjvdoRLOPgG8GEF

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: মালদার রতুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি সহ চার জন। তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের বাড়িতে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। রতুয়ার চাঁদমুনি ২ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত উপপ্রধান আব্দুল তৌফ এর বাড়ি থেকে তৃণমূলের অঞ্চল সভাপতি সহ চার জনকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার বতুয়া থানার হলদিবাড়ি গ্রামে। ধৃতরা হলেন আবুল কাশেম, জাকির হোসেন, নজরুল ইসলাম, এজাবুল হক।এদের মধ্যে আবুল কাশেম হলদি বাড়ি বুথের তৃণমূলের বুথ সভাপতি। বাকি তিন'জন তৃণমূলের সক্রিয় কর্মী। গতকাল রাতে এই ঘটনায় পুলিশ তাদের গ্রেপ্তার করে পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি থেকে। এই ঘটনার পর এলাকার পরিবেশ থমথমে।শুক্রবার সাত দিন পুলিশ হেফাজত চেয়ে ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।