সংঘর্ষ বিরতি লঙ্ঘনের জের, চেনাব নদীর স্রোত বাড়িয়ে দিল ভারত
BREAKING: একটু আগেই রাজ্যবাসীর জন্য হল বিশেষ ঘোষণা! আলো নিভিয়ে দিতে বলা হল
ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানাল যুক্তরাজ্য, সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়ন
বিভেদমূলক ষড়যন্ত্র মোকাবিলা, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের
দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জারি করল নতুন নির্দেশিকা
নীতিমালা ও নিয়মের গতি বজায় রাখবেন! আজকের দিনটি কেমন যাবে সিংহ রাশির?
সম্পর্ক আরও দৃঢ় হবে এই রাশি!র
"এবার যুদ্ধক্ষেত্রে দেখা করব"! মধ্যরাতে ভারতকে হুমকি দিয়ে গেল পাক প্রধানমন্ত্রী
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের তড়িঘড়ি বৈঠক রাজ্যগুলির মুখ্য সচিবদের সাথে!

পঞ্চায়েত নির্বাচন : হৃদয় দিয়ে লড়বে শাসক ও বামেরা!

এবারের পঞ্চায়েত নির্বাচনে জামুড়িয়ায় লড়াই হবে হৃদয় দিয়ে। লড়বে বাম ও তৃণমূল। এলাকায় উন্মাদনার শেষ নেই। জানুন বিস্তারিত। পড়ুন প্রতিবেদন।

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি

হরি ঘোষ, দুর্গাপুর :  জামুড়িয়ার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের বিজয়নগর গ্রামে সিপিআইএম প্রার্থী হৃদয় পাল এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হৃদয় মন্ডল। দুই হৃদয়ের প্রতিদ্বন্দ্বিতায় অবশেষে বিজয়নগর গ্রামবাসীর মন কে জয় করতে পারবে সেই নিয়ে কৌতূহল রয়েছে এলাকায়।।সিপিআইএম মনোনীত প্রার্থী হৃদয় পাল এলাকায় শ্রমিক নেতা হিসেবে পরিচিত। ২০০৭ সাল থেকে তিনি পার্টির মেম্বার। এলাকায় স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। অপরদিকে, তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হৃদয় মন্ডল সাধারণ একজন তৃণমূল কর্মী। এলাকায় স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে।
হৃদয় মন্ডল জানান, ''মমতা ব্যানার্জির উন্নয়নকে হাতিয়ার করে তিনি পঞ্চায়েত ভোটে মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করবেন।'' গ্রামের সমস্ত স্তরের মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে।তাছাড়াও স্বচ্ছ ভাবমূর্তি যুক্ত পঞ্চায়েতের তিনি প্রতিনিধিত্ব করবেন।

12


অপরদিকে, হৃদয় মন্ডল দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত স্থানীয় কলকারখানায় প্রচুর স্থানীয়কে  কাজের সুযোগ করে দিয়েছেন। তাছাড়া স্থানীয় মানুষ তাকে পছন্দ করেন। জয় নিয়ে আশাবাদী তিনি। কোন হৃদয় মানুষের আস্থা ও ভরসা নিয়ে জয়ী হবেন তা নিয়ে মানুষের কৌতুহল তুঙ্গে।