নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) উপর হামলার প্রতিবাদে শনিবার সন্ধেবেলা জেলায় জেলায় মিছিল বের করে তৃণমূল (TMC)। দিনহাটা ও দুর্গাপুরে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দুই অভিযোগ 'ভিত্তিহীন' বলে অস্বীকার করেছে তৃণমূল।