বাস থেকে পথে যাত্রীরা! যেতে দিচ্ছেন না কাউকে

আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের ডাকে পালন হচ্ছে ১২ ঘন্টার বাংলা বনধ। জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক অবরোধ করে পালিত হচ্ছে বনধ।

author-image
Pallabi Sanyal
New Update
1


নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের ডাকে পালন হচ্ছে ১২ ঘন্টার বাংলা বনধ। জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক অবরোধ করে পালিত হচ্ছে বনধ। জায়গায় জায়গায় আটকে দেওয়া হচ্ছে বাস। ফলে আটকে পড়েছেন বাসযাত্রীরা। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ডেবরায় ১৬ নং জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। ভোগান্তি চরমে উঠেছে নিত্য যাত্রীদের। এবার দেখা গেল এক বেনজির দৃশ্য। অবরোধে আটকে পড়া বাস যাত্রীরা বাস থেকে নেমে অন্যান্যদের পথ আটকে দিচ্ছেন। আটকানো হচ্ছে বাইক, এমনকি আদিবাসী নেতাদের পথও আটকে দিয়েছেন বাস যাত্রীরা। দুই তিন ঘন্টা ধরে আটকে থাকার পর ঘুরে দাঁড়িয়েছে বাস যাত্রীরা। পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। এমনকি যারা বনধ ডেকেছেন তাদেরকেও আটকে দিচ্ছেন। কোনো গাড়িকেই যেতে দিচ্ছেন না বাসের যাত্রীরা।