নিজস্ব প্রতিনিধি, ডেবরা : আদিবাসী জনকল্যান উন্নয়ন মঞ্চের ডেপুটেশন ঘিরে উত্তেজনা ডেবরায়।পুলিশের সঙ্গে বচসা,চলছে অবরোধ। সোমবার দুপুরে বিভিন্ন দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানায় ডেপুটেশন দিতে আসে আদিবাসী জনকল্যান উন্নয়ন মঞ্চের সদস্যরা। আর তারপরেই শুরু হয় উত্তেজনা। অবরোধ। ডেবরা বালিচক রাজ্য সড়কে যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংগঠনের নেতৃত্বরা ডেবরা থানায় কথা বলছে। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।দাবি গুলির মধ্যে অন্যতম হল আদিবাসী মহিলা ধর্ষণকারীদের গ্রেপ্তার করতে হবে। জোর পূর্বক আদিবাসীদের জায়গা দখল করা যাবে না। থানার গেটে পুলিশ বাধা দিলে বাধা কাটিয়ে তারা থানার সামনে চলে আছে। এই মুহুর্তে থানা চত্বরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।