দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বৃহস্পতিবার সকাল থেকে ঘাটাল-চন্দ্রকোনা ও ক্ষীরপাই-আরামবাগ রাজ্যসড়কের সংযোগস্থল ক্ষীরপাইয়ের হালদারদিঘি মোড়ে ব্যারিকেড করে পথ অবরোধে সামিল আদিবাসী সংগঠন।
উল্লেখ্য,CRI রিপোর্টে চক্রান্ত করে পরিবর্তন ও অ-আদিবাসীদের অনৈতিকভাবে জোরপূর্বক ST তালিকায় অন্তর্ভুক্তিকরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গলের ডাকে ১২ ঘন্টা বাংলা বনধ পালিত হচ্ছে এদিন। সেই মতো আজ সকাল থেকেই ঘাটাল মহাকুমার ক্ষীরপাইয়ের হালদারদিঘি মোড়ে এই অবরোধ শুরু হয়েছে।পাশাপাশি দাসপুরের বকুলতলা ও হরিরাজপুরেও রাজ্যসড়ক অবরোধ করা হয়েছে।অবরোধের জেরে আটকে পড়েছে সরকারি একাধিক বাস,যানজটের সৃষ্টি হয়েছে রাজ্য সড়কে,পথে বেরিয়ে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।তবে আগের ডাকা বনধ বা পথ অবরোধের চেয়ে এবারের বনধ বা পথ অবরোধের ফারাক রয়েছে। এবারের বনধে বাইক-সাইকেল সহ বেশকিছু চারচাকার গাড়িকে যাতায়াতে ছাড় দিতে দেখা গেল। সংগঠনের নেতৃত্বদের কথায়, ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কথা মাথায় রেখে আজকের বনধ বা পথ অবরোধে কিছুটা শিথিলতা রাখা হয়েছে।