বর্ধমানে আদিবাসী ছাত্রী খুন, বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল না ছেলের! জানালেন অভিযুক্তের মা

গত ২-৩ বছর বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না ছেলের। ছেলে নির্দোষ, বললেন বর্ধমানে আদিবাসী ছাত্রী খুনে মূল অভিযুক্তের মা।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
covehhr

নিজস্ব সংবাদদাতাঃ কয়েকদিন আগেই বর্ধমানের নান্দুর ঝাপানতলার এক আদিবাসী ছাত্রী খুন হয়। এই ঘটনায় দলবল নিয়ে শনিবার জনের পুলিশের টিম ডেবরা থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

প্রসঙ্গত, এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে ডেবরার কাঁকড়া এলাকার এক যুবকের নাম জড়িয়েছে। গত সাতদিন ধরে ডেবরা পাঁশকূড়ায় ডেরা বাঁধে বর্ধমানের জন পুলিশের প্রতিনিধি দল। শুক্রবার পাঁশকুড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় সেই যুবককে। এদিন সকালে সেই টিম ডেবরা থানায় দেখা করে বর্ধমানের উদ্দেশ্যে রওনা হয়।

vcbxvx8

এই ঘটনায় মূল অভিযুক্তের মা জানিয়েছেন, গত দুই থেকে তিন বছর অভিযুক্তের নিজের বাড়ির সঙ্গে কোনো যোগাযোগই ছিল না। কীভাবে হল এই ঘটনা তাও জানেন না সে। তার ছেলে নির্দোষও বলে দাবী করেন তিনি। তবে গ্রামের লোক জানিয়েছে, বিষয়ে তারা কিছুই জানে না।