নিজস্ব সংবাদদাতা: বছর শেষে ফের স্তব্ধ রেলের চাকা। সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ভারত বন্ধের দিনেই রেল রোকো আন্দোলন। তার জেরে জেলায় জেলায় শুরু হয়েছে রেল রোকো কর্মসূচী।
পুরুলিয়ার কাঁটাডি স্টেশনে সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ১২ ঘন্টার অবরোধের ডাক দেওয়া হয়েছে। ব্যানার, পোস্টার নিয়ে অবরোধ শুরু হয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযানের। অবরোধের জেরে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া-চান্ডিল শাখায় ট্রেন চলাচল বন্ধ। স্বাভাবিক ভাবেই ব্যাহত বিভিন্ন রুটের ট্রেন পরিষেবা। ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।