এবার জলেই জবাব! পাকিস্তানকে জবাব দিতে বাগলিহার ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত
আপাতত প্রচণ্ড গরম থেকে মুক্তি, কিন্তু আগামী সপ্তাহ থেকে গরম বাড়বে!
এ কোন সকাল? প্রাণের ঝুঁকিতে আমাদের প্রতিনিধি, শোনা যাচ্ছে পাক-গুলির আওয়াজ
"যখন উপযুক্ত হবে", তখন ক্ষতির পরিমাণ প্রকাশিত হবে! জানাল ভারত
দেশের ৩২টি বিমানবন্দর আপাতত বন্ধ! জানিয়ে দেওয়া হল তারিখ
সূর্য ও শনি একসাথে এই ২টি রাশিকে 'আক্রমণ' করবে, এই ভুল করলে জীবন নরকে পরিণত হবে!
রাজ্য জরুরি অপারেশন সেন্টার ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী! করলেন পোস্ট
মীন রাশির জাতকরা লোভ এবং প্রলোভন থেকে দূরে থাকুন
ধনু রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো থাকবে আজ!

বাহা উৎসবে মাতোয়ারা আদিবাসী সমাজ

ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে জাহের থানে শাল গাছের তলায় পালিত হল বাহা উৎসব। মহিলারা সকালবেলা মাথায় জল নিয়ে শোভাযাত্রা করে জাহের থানে উপস্থিত হয়। সারা দিন ধরে শাল গাছের তলায় চলে পুজো। ধামসা মাদলের তালে তালে হয় নাচ-গান।

author-image
Pallabi Sanyal
New Update
বাহা

বাহা উৎসব

নিজস্ব প্রতিনিধি,  ঝাড়গ্রাম :  "বাহা মাঃমড়ে বঙ্গা " অর্থাৎ নতুনকে আবাহন এবং গ্রামের প্রতিটি মানুষের সুখসাচ্ছন্দ্যের  আবেদন।
আদিবাসী সমাজ কোনো মূর্তি পুজো করে না। তারা প্রকৃতিকেই দেবতা বলে মানে। শাল গাছ তাদের কাছে দেবতা। তাই প্রকৃতি-পশু-পাখি রক্ষার জন্যই এই পুজো।

আদিবাসী সমাজে সমস্ত পুজায় শাল ডাল বাধ্যতা মূলক। সেই শাল গাছের নতুন ফুলের পুজো করে। তারপর আদিবাসী মহিলারা সেই ফুল মাথায় গোঁজেন এবং পুরুষরা কানে গুঁজে পুজা সম্পন্ন করে। এই সময় আম সহ একাধিক নতুন ফল হয়৷ সেই সমস্ত ফল আগে প্রকৃতি দেবতাকে অর্পন করে তারপর নিজেরা ব্যাবহার করে। হলুদ জল ছড়িয়ে সব কিছু শুদ্ধ করে নেওয়া হয়। বাঙালিদের দোল খেলার মত হলুদ জলে একে অপরকে ভিজিয়ে নেওয়া কেই বাহা উৎসব বলে। একসাথে সমস্ত মানুষের কুশল ও নতুন ফলের ব্যাবহারকেই  মাঃমড়ে বলে। একসাথে এই উৎসব পালন কেই বাহা মাঃ মড়ে বলে। ধূম ধাম করে ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে তাদের জাহের থানে শাল গাছের তলায় এই উৎসব পালন হয়। মহিলারা সকালবেলা মাথায় জল নিয়ে শোভাযাত্রা করে জাহের থানে উপস্থিত হয়।  সারা দিন ধরে শাল গাছের তলায় চলে পুজো। ধামসা মাদলের তালে তালে হয় নাচ-গান। বহু মানুষ এই উৎসব পালনে একত্রিত হন। পাশের রাজ্য ঝাড়খন্ড থেকেও লোক আসে। এই পুজোয় অনেকের উপর দেবতা ভর করে বলে কথিত আছে। ভর এলে সেই ভক্তকে আলাদা জায়গায় সড়িয়ে নিয়ে যাওয়া হয়।

 

 

ad.jpg